মুন্সীগঞ্জে চরাঞ্চলের আলুর জমি পাহারা দিতে গিয়ে ঘুমন্ত অবস্থায় কয়েকজন দুর্বৃত্তের হামলায় এক যুবক নিহত ও তার বন্ধু আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার সুমার ঢালিকান্দিতে এই ঘটনা ঘটেছে।
নিহত যুবকের নাম মিজান খাঁ (২১)। তিনি সুমার ঢালীকান্দি গ্রামের আকবর খাঁর ছেলে। আর আহত যুবকের নাম আব্দুর রহমান।
পুলিশ জানায়, সদর উপজেলার চরাঞ্চল সুমার ঢালিকান্দিতে জমি থেকে তোলা আলুর নিরাপত্তায় স্তূপের পাশেই ঘুমিয়ে ছিলেন দুই বন্ধু। রাত দেড়টার দিকে আকস্মিক হামলা চালায় মিজি গ্রুপ। বুকে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন মিজান খাঁ। মাথায় কোপের আঘাতে আহত আব্দুর রহমানকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, পুলিশ ক্লু-পেয়েছেন, আসামি গ্রেপ্তারে অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, হামলাকারী দলে কমপক্ষে পাঁচজন ছিল।
নিহতের খালাতো ভাই ও জমির মালিক সুমন ঢালী জানান, মিজান গত ছয় মাসধরে তার সঙ্গে কৃষি কাজ করতেন। গত দুই মাস আগে জমিতে ঔষধ ছিটানোর সময় পাশের জমির মালিক সুপার মিজির সঙ্গে ঝগড়া হয়। এর জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তার ধারণা।
—-ইউএনবি
আরও পড়ুন
রংপুরে যুবলীগ-ছাত্রলীগ নেতা জেল হাজতে প্রেরণ
জাতীয় নির্বাচন নিয়ে আমরা কিছুটা উদ্বিগ্ন : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
জয়পুরহাটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত,৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক