মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মার শাখা নদীতে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।
রবিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক ওবায়দুল করিম খান জানান, অনুসন্ধান ও উদ্ধারকারী দল ডুবে যাওয়া ট্রলারটিকে উদ্ধারের চেষ্টা করছে।।
এদিকে কোস্ট গার্ডের পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ওই এলাকায় নিখোঁজদের খোঁজে কাজ করছে।
শনিবার সন্ধ্যায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগার পর ৪৬ জন যাত্রী নিয়ে ডুবে যাওয়া ট্রলার থেকে এ পর্যন্ত ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন জানান, ২ শিশু ও ৩ নারীসহ ৫ জন এখনো নিখোঁজ রয়েছেন।
পিকনিকের জন্য ব্যবহৃত ট্রলারটি সিরাজদিখান উপজেলার খেতেরপুর ইউনিয়ন থেকে পদ্মা সেতু এলাকা ঘুরে ফিরছিল।
জেলা প্রশাসক রিপন জানান, দুর্ঘটনার কারণ চিহ্নিত করতে জেলা প্রশাসন ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। ঘটনার সঙ্গে জড়িত বাল্কহেডটি আটক করা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
শাহরাস্তিতে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ওলামা লীগের নেতা প্রতিবাদে তিন সদস্যের পদত্যাগ
বিএনপি সংখ্যাগরিষ্টতা নিয়েই আগামী সরকার গঠন করবে: বিয়ানীবাজারে ফয়সল চৌধুরী
পাথর চাপায় সিলেটে রায়হান হত্যা মামলা: আত্মসমর্পন করেনি আকবর,দেশ ছাড়ার গুঞ্জন