December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 19th, 2024, 10:31 pm

মুন্সীগঞ্জে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি এলাকাবাসীর

সিরাজদিখান( মুন্সগিঞ্জ) প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মোঃ সজলের হত্যা মামলায় সিরাজদিখান উপজেলার মৃত নারায়ন দেবনাথের ছেলে বিশ্বজিৎ দেবনাথ ও সিরাজদিখান উত্তর আবিরপাড়া গ্রামের সামছুল খানের ছেলে মোঃ আলম খানের নাম অন্তর্ভুক্তের প্রতিবাদে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ।

আজ শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় সিরাজদিখান আবিড়পাড়া বিশ^জিৎ দেবনাথের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বিশ^জিৎ দেবনাথ,মোঃ আলম খান এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সূত্রে জানা যায়,মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা হিন্দু বৌদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদের রশুনিয়া ইউনিয় শাখার অর্থ সম্পাদক এবং এ্যাডভোকেট সমরেশ নাথের কাকা মৃত নারায়ন দেবনাথের ছেলে বিশ^জিত দেবনাথ ও সিরাজদিখান উত্তর আবিরপাড়া গ্রামের সামসুল খানের ছেলে মোঃ আলম খান বিগত সময়ে মুন্সীগঞ্জ ৭ নং ওয়ার্ডের উত্তর ইসলামপুর এলাকার আলী আকবর মোল্লার ছেলে মোঃ সাইফুল ইসলাম গত ৪ অগাস্ট এ ঘটে যাওয়া ছাত্র-জনতার উপরে হামলা মামলার হয়রানির শিকার হয়েছেন। যার মামলা নং-৩১ তারিখ-২০-০৯-২০২৪ আসামি নং-৩০০ এবং ৩০১. দুঃখের বিষয় হলো যে মুন্সিগঞ্জ সদর থানায় ৪ অগাস্ট এ ঘটে যাওয়া ছাত্র-জনতার উপরে হামলা মামলায় যে দুজনকে আসামী করা হয়েছে তা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক এবং বানোয়াট।

এ সময় এলাকাবাসী দাবী করনে মৃত নারায়ন দেবনাথের ছেলে বিশ^জিত দেবনা ও সিরাজদিখান উত্তর আবিরপাড়া গ্রামের সামছুল খানের ছেলে মোঃ আলম খানের বিরুদ্ধে মোঃ সাইফুল ইসলামের দওেয়ান যে মামলাটিতে যে দুজনের নাম উল্লেখ করেছেন তারা ওই সময় ওই এলাকায় ছিলেন না,তাদের কোনরুপ সম্পৃক্ততা নেই তা সর্ম্পুন ভত্তিহীন।
এ বিষয়ে মামলার বাদী মোঃ সাইফুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিন কোন কথা বলতে রাজী হয়নি।
এ ব্যাপারে সিরাজদিখান রশুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা শ্যামল কাজী,সিরাজদিখান উপজেলা বিএরপির সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেন জানায়, বিশ^জিত দেবনাথ ও মোঃ আলম খান তারা নিরীহ,সহজ ও সরল প্রকৃতরি লোক। এলাকার কারও সাথে কোনদনিই তাদের বিরোধ হয়নি। তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে যে মামলা দায়রে করনে উক্ত দুই বিবাদী অজ্ঞাত ছিল বোধ হয় বাদীর। এই মামলার সাথে তারা কোন প্রকার জড়িন নেই বলে দাবি করনে।

এ বিষয়ে অভিযুক্ত বিশ^জিত দেবনাথ ও মোঃ আলম খান বলেন ৪ আগস্ট আমরা মুন্সীগঞ্জে না ছিলাম আামরা কোন রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত নেই কিন্তু আশ্চর্জভাবে আমাদের এই মামলায় জড়ানো হয়েছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই মামলা থেকে অব্যহতি চাই।

সর্বশেষ এই ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনার অনুরোধ জানাই এবং নোংরা রাজনীতির শিকার নিরপরাধ বিশ^জিৎ দেবনাথ ও মোঃ আলম খানকে মামলা থেকে প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে এলাকা বাসী ।