January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, May 4th, 2024, 2:00 pm

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

শুক্রবার রাত পৌনে ২টার দিকে উপজেলার বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জহির (৩০), তার বাবা আলমগীর (৫৫) ও মা রাহেলা বেগম (৫০)। তাদের সবার বাড়ি চাঁদপুর। দুর্ঘটনায় আহত ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান জানান, রাতে চাঁদপুর থেকে ঢাকা যাচ্ছিল নিহত জহির ও তার বাবা-মাকে বহনকারী প্রাইভেটকারটি। পথিমধ্যে তারা গজারিয়ার বাউশিয়া ইউনিয়নে পৌঁছালে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান প্রাইভেটকারটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন গাড়িতে থাকা অপর দুজন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

—–ইউএনবি