July 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 15th, 2025, 9:32 pm

মুরাদনগরে কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতির ১৭ সদস্য কমিটি গঠনঃ সভাপতি নারায়ন দেব নাথ সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম খান

মুরাদনগরে কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতির ১৭ সদস্য কমিটি গঠন করা হয়েছে। সমিতির সভাপতি বাবু নারায়ন দেব নাথ(মুরাদনগর সদর দয়াময় ফার্মেসি), সহ সভাপতি  মোঃ সাইফুল ইসলাম খান( কোম্পানীগঞ্জ বাজার নিউ শরীফ খান ফার্মেসি), সেলিম খান (রামচন্দ্রপুর খান ফার্মেসি), মোশারফ হোসেন (বাঙ্গরা বাজার শিউলি ফার্মেসি), সদস্য মোঃ মহসিন(মুরাদনগর সদর মহসিন হল), রাসেল( কোম্পানীগঞ্জ বাজার আল মদিনা ফার্মেসি), মোঃ জাকির হোসেন(মুরাদনগর মোহাম্মদীয়া ফার্মেসি), মোঃ ওবায়দুল হক খান (জাহাপুর বাজার খান মেডিকেল হল), মোঃ ফকরুল ইসলাম( কোম্পানীগঞ্জ বাজার বায়েজিদ ফার্মেসি) মোঃ মজিবুর রহমান দারোরা বাজার সেবা মেডিকেল হল), সেতু দেব নাথ(মেটাংঘর বাজার শ্রী কুষ্ণ ফার্মেসি), নজরুল ইসলাম(গাজীরহাট বাজার মক্কা ফার্মেসি), মোঃ আক্তার হোসাইন(শ্রীকাইল বাজার মা মেডিকেল হল), কামরুল হাসান(বাখরাবাদ বাজার কর্ণফুলী ফার্মেসি),  আনোয়ার হোসেন(বাঙ্গরাবাজার মদিনা ফার্মেসি),  মাইনুদ্দিন(বিষ্ণুপুর বাজার জাহানারা মেডিকেল হল) মোঃ হাসান বশীর(নহল চৌমুহনী বাজার হাসান মেডিকেল কর্ণার মালিক সমিতির সদস্য সচিব হয়েছেন।

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতির কুমিল্লা জেলা শাখা সভাপতি আব্দুস আলীম ভূঞা ও সিনিয়র সহ সভাপতি মোঃ নুরুল আলম চৌধুরী নোমান সাক্ষরিত প্রেস লিস্ট সূত্রে জানা গেছে,  কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা ৫৪টি হাট বাজারে ঔষধ ব্যবসায়ীদেরকে নিয়ে গত বুধবার (৯ জুলাই) কুমিল্লায় মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বস্তরের সিদ্ধান্তে সমিতির মুরাদনগর উপজেলা বর্তমান কমিটি বাতিল করে ১৭ সদস্য নতুন পূর্নাঙ্গ কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

আবুল কালাম আজাদ, মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধি