July 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 9th, 2025, 4:16 pm

মুরাদনগরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার ঘটনায় আটক ৮

আবুল কালাম আজাদ, মুরাদনগর (কুমিল্লা)প্রতিনিধি :
 কুমিল্লা মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা মামলার ঘটনায় ৬ জনকে আটক করেছে র‌্যাব-১১। শনিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন, বাঙ্গরা বাজার থানার করইবাড়ী এলাকার মৃত আলী আকবরের ছেলে বাচ্চু মিয়া (৫৫), মৃত ছপি মোল্লার ছেলে রবিউল আউয়াল (৫৫), বাচ্চু মিয়ার ছেলে আতিকুর রহমান (৪২), রবিউল আউয়ালের ছেলে মোঃ বায়েজ মাস্টার (৪৩) এবং হায়দরাবাদ এলাকার মালু মিয়ার ছেলে দুলাল (৪৫) ও দুলাল মিয়ার ছেলে আকাশ (২২)। অপরদিকে বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নের পীর কাশিমপুর এলাকা থেকে সবির আহমেদ ও নাজিম উদ্দিন বাবুলকে আটক করে সেনাবাহিনী। ট্রিপল মার্ডারের ঘটনায় শুক্রবার রাতে নিহত রুবি আক্তারের বড় মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে ইউপি চেয়ারম্যানসহ ৩৮জনের নামে বাঙ্গরা বাজার থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ২০থেকে ২৫জনকে আসামী করা হয়েছে। উক্ত মামলার প্রেক্ষিতে র‌্যাব-১১ পৃথক পৃথক অভিযান চালিয়ে ঢাকার রামপুরা থানাধীন বনশ্রী এলাকা ও  বাঙ্গরা বাজার থানাধীন হায়দরাবাদ এলাকা হতে এবং যৌথবাহিনী আকুবপুর ইউনিয়নের পীর কাশিমপুর এলাকা থেকে আসামীদেরকে আটক করা হয়েছে।বাঙ্গরা বাজার থানার (ওসি) মাহফুজুর রহমান বলেন, যৌথ বাহিনীর অভিযান চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্যঃ গত বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানার করইবাড়ী গ্রামে মা ও দুই সন্তান সহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়। নিহতরা হলেন—খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৩), ছেলে রাসেল মিয়া (৩৫) এবং মেয়ে জোনাকি আক্তার (২৫)। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রুবির আরেক মেয়ে রুমা আক্তার (৩০)।