September 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 1st, 2025, 5:12 pm

মুরাদনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন দোকানীকে জরিমানা

আবুল কালাম আজাদ ভূঁইয়া, মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে ভিন্ন ভিন্ন অপরাধে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান কে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার বিকালে উপজেলা সদর বাজারে অভিযান পরিচালনা করে ওই ব্যবসা প্রতিষ্ঠান গুলোকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান।

জানা যায়, যানজট নিরসনের জন্য ফুটপাত দখল করে ফলের দোকান পরিচালনা করার অপরাধে এক দোকান মালিক কে ২ হাজার টাকা ও মূল্য তালিকা না থাকায় এক মুদি দোকান মালিক কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি মাতৃ মিষ্টি ভান্ডার নামের এক দোকানে জিলাপিতে মানব দেহের জন্য ক্ষতিকর রং ব্যবহার করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন মুরাদনগর থানা পুলিশ।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান বলেন, জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো অনিয়ম বা অপরাধ দেখলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বেলেও জানান তিনি।