August 29, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 28th, 2025, 7:33 pm

মুরাদনগরে মাঠে মাঠে রোপা আমন চারার বাণিজ্যিক উৎপাদনে লাভবান কৃষক

আবুল কালাম আজাদ, মুরাদনগর(কুমিল্লা)  প্রতিনিধিঃ

শস্য ভান্ডার খ্যাত মুরাদনগর উপজেলায় রোপা আমন ধানের চারার বানিজ্যিক উৎপাদনে লাভবান কৃষক। রোপা আমন ধান আবাদের ধুম পড়েী।আমন মৌসুমে সাৃনে রেখে  মুরাদনগর উপজেলায় বিভিন্ন গ্রামে বীজতলা থেকে চারা তোলা, জমি চাষ দেওয়া, ধান লাগানোসহ নানা কাজে কিষাণ-কিষানি ও কৃষি শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন। গত বছরের বন্যার শংকা কাটিয়ে রোপা আমন ধান রোপনে ব্যস্ত কৃষক। এ দিকে ধানের চারা বানিজ্যিকভাবে উৎপাদনের মাধ্যমে লাভের মুখ দেখছেন কৃষক। কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজার , বাংগরা বাজার ও  গাজীরহাট বাজারে প্রতিনিয়ত বিক্রি হচ্ছে  বি আর ২২, বি আর২৩, ব্রি ধান৪৯, ব্রি ধান৭৫, বিনা ধান ১৭, মালায়শিয়ান ও স্থানীয় জাতের ধানের চারা। ওই সব বাজারগুলোতে চারা কেনার জন্য পাশের মুরাদনগরের পাশে দেবীদ্বার উপজেলার ব্রাক্ষণবাড়ীয়া জেলা নবীনগর উপজেলা  কৃষকেরা ভিড় জমাচ্ছেন।

সরেজমিনে পরিদর্শনে জানা গেছে, এক বিঘা জমির চারার দাম জাত অনুযায়ী ১৫শ’ থেকে ১৮ শ’ টাকা। মহেশপুর গ্রামের কৃষক আব্দুর নুর পটাশ বলেন,  তিনি ৬৫ মন ধানের বীজতলা করেছেন। এ বছর চারার দাম ভাল বিধায় তিনি খুশি।

উপজেলা কৃষি অফিসার পাভেল খাঁন পাপ্পু  বলেন, এ বছর রোপা আমন ধানের আবাদ লক্ষ্যমাত্রা ৬৮০৬ হেক্টর বীজতালার লক্ষ্যমত্রা ৩৪৪ হেক্টর বীজতলা অর্জন হয়েছে ৪৫৬ হেক্টর।