আবুল কালাম আজাদ, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
মুরাদনগরে মারুফা আক্তার (১৫) নামের মাদ্রাসায় পড়ুয়া এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
সোমবার (২৫ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে মুরাদনগর উপজেলার ৭নং বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন মির্জাপুর গ্রামের নিজ বাড়ী থেকে বিষ্ণুপুর এলাকার মাদ্রাসায় যাওযার জন্য বেরিয়ে সে নিখোঁজ হয়।
এ ঘটনায় বাঙ্গরা বাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ মারুফা আক্তার মির্জাপুর গ্রামের কামাল মিয়া ও সালমা বেগম দম্পতির দ্বিতীয় সংসার মেয়ে।
শিক্ষার্থীর মা সালমা বেগম বলেন, গত সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাসা থেকে মাদ্রাসায় যাওযার জন্য বের হয় মারুফা। পরবর্তীতে মাদ্রাসা ছুটি হওয়ার পর সে বাসায় ফেরেনি। এরপর থেকে সে নিখোঁজ।
মারুফার গ্রামের ওই মাদ্রাসা সহপাঠীরা বলেন, আমরা কয়েকজন বান্ধবী একই সঙ্গে মির্জাপুর গ্রাম থেকে বিষ্ণপুর মাদ্রাসা পায়ে হেটে যাবার পথে গাজীপুর গ্রাম টু রগুরামপুর সড়কের তিন রাস্তার মোড়ে এসে মারুফা বলছে আমার পেট ব্যাথা করছে তোরা মাদ্রাসা যা আমি বাড়ীতে ফিরে যাচ্ছি। একথা বলে বাড়ীতে চলে যাচ্ছে মনে করে আমরা মাদ্রাসায় চলে গেছি। আমরা বিকালে বাড়ীতে এসে শুনি মারুফা আক্তার বাড়ীতে ফিরে আসেনি। আমরাও চিন্তিত কোথায় গেলো মারুফা।
আত্মীয়স্বজনের বাসাবাড়িসহ বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার সময় তার পরোনে কালো রঙের বোরকা ছিল।
নিখোঁজ মদ্রাসা ছাত্রী মারুফা এর সন্ধান পেলে 01616-556231 অথবা 01792278455 নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে পুলিশ কাজ করছে। দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।
আরও পড়ুন
রংপুরে দুই দিনব্যাপী বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
কালীগঞ্জের নবাগত (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম
টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা ও অসুস্থ দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান