September 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 11th, 2025, 1:34 pm

মুরাদনগরে মোটরসাইকেল আরোহীকে মারধর, ২ যুবক গ্রেপ্তার

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে মোটরসাইকেল আরোহীকে মারধরের ঘটনায় দুই যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলা সদরের মুরাদনগর বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলা সদরের মুরাদনগর মধ্যপাড়া গ্রামের আবু সাঈদের ছেলে সাজিদ খাঁন (২৩) ও কাউছার মাহির এর ছেলে সিহাব আহাম্মেদ মাহি (২২)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর কুমিল্লা জেলার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর গ্রামের মোঃ বাদশা মিয়া তার চাচাতো ভাই বাবু মিয়া ও চাচাতো বোন ফাহিমা আক্তার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়।

ঘোরাফেরা শেষে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক ৯ টার দিকে মুরাদনগর উপজেলা সদরের দিলালপুর এলাকায় আসলে বাদশা মিয়ার মোটরসাইকেলের পথরোধ করে সাজিদ খাঁন ও সিহাব আহাম্মেদ মাহি সহ কয়েকজন যুবক।

পরে মোটরসাইকেল থেকে নামিয়ে বাদশা মিয়া ও তার চাচাতো ভাই বাবু মিয়াকে গাছের ডাল দিয়ে মারধর করে। এক পর্যায়ে ভুক্তভোগীদের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে অভিযুক্ত যুবকরা পালিয়ে যায়।

অভিযোগে ভুক্তভোগী বাদশা মিয়া আরো দাবি করেন, তাদের সাথে থাকা ২০ হাজার টাকা জোরপূর্বক নিয়ে গেছে অভিযুক্ত সাজিদ খাঁন ও সিহাব আহাম্মেদ মাহি সহ কয়েকজন যুবক। এই ঘটনায় মঙ্গলবার সকালে মোঃ বাদশা মিয়া বাদী হয়ে মুরাদনগর থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মারামারির ঘটনায় দুইজন কে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে কুমিল্লার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।