মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ
জনস্বাস্থ্য সুরক্ষা ও মৎস্যসম্পদ রক্ষায় কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক কঠোর অভিযান পরিচালনা করেছে মোবাইল কোর্ট। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রহমান-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে লাইসেন্সবিহীন বোতলজাত পানি বিক্রির অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় দেড় লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট ও চায়না জাল জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মুরাদনগর উত্তরপাড়ায় অভিযানকালে দেখা যায়, কিছু প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর কোনো অনুমোদন বা লাইসেন্স ছাড়াই বোতলজাত পানি বিক্রি করছে। যা সরাসরি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। এই গুরুতর অপরাধে ভোক্তা অধিকার আইন ও বিএসটিআই আইন অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জমজম ড্রিংকিং ওয়াটার-এর মালিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বিসমিল্লাহ ড্রিংকিং ওয়াটার-কে একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আইন অমান্য করে লাইসেন্সবিহীন পণ্য বিক্রি করে জনগণের স্বাস্থ্যের সাথে আপস করার অভিযোগে এই জরিমানা আরোপ করা হয়েছে বলে জানা যায়।
রামচন্দ্রপুর বাজারে মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থান নেয় মোবাইল কোর্ট। বাজারে নিষিদ্ধ কারেন্ট জাল এবং পরিবেশ ও মাছের প্রজননের জন্য ক্ষতিকর চায়না জালের ব্যবহার ও বিক্রয় চলতে থাকায় বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা। মৎস্য সংরক্ষণ আইন কঠোরভাবে প্রয়োগ করে মাছের প্রজনন ও প্রাকৃতিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টিকারী এই ক্ষতিকর জালগুলো অভিযান শেষে জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
মুরাদনগর উপজেলা প্রশাসন জোর দিয়ে জানিয়েছে যে, জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং মৎস্যসম্পদ রক্ষার স্বার্থে মোবাইল কোর্টের এই ধরনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।
আরও পড়ুন
কুড়িগ্রামে টিসিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
সাপাহারে আবারো এক বৃদ্ধের মরদেহ উদ্ধার
রংপুর জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় আগামী ১২ই অক্টোবর রোববার থেকে সাড়ে ৮ লাখ শিশু-কিশোরকে টাইফয়েড টীকা দেয়া হবে