October 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 23rd, 2025, 6:21 pm

মুরাদনগরে লাইসেন্স না থাকায় ট্রাভেল এজেন্সিকে জরিমানা

আবুল কালাম আজাদ ভূঁইয়াঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে লাইসেন্স না থাকায় আরিফ এয়ার ট্রাভলস নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমান। অভিযানে ট্রাভেল এজেন্সির লাইসেন্স না থাকায় আরিফ এয়ার ট্রাভেলসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অন্যান্য এজেন্সি গুলো অভিযানের বিষয়টি টের পেয়ে প্রতিষ্ঠান বন্ধ করে চলে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন, অভিযোগ আছে এই বাজারে বিভিন্ন ট্রাভেল এজেন্সি লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনা করে আসছে। তার  পরিপ্রেক্ষিতে আরিফ এয়ার ট্রাভেলসকে লাইসেন্সবিহীন ভাবে ব্যবসা করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স গ্রহণপূর্বক ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশ দেওয়া হয়। মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জানা গেছে,উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে কয়েকটি অবৈধ ট্রাভেল এজেন্সি রমরমা বাণিজ্য চালাচ্ছে। তারা কোনো সরকারী অনুমোদন ছাড়াই বৈদেশিক ভ্রমণ, ভিসা ও টিকেটিংয়ের কাজ করছে। যার কারণে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে।