October 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 1st, 2025, 6:10 pm

মুরাদনগরে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেইক কাটার পর ৫ যুবক কারাগারে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেইক কাটার ঘটনায় ৫ জন যুবক ও কিশোর আটক হয়েছেন। গ্ৰেফতারকৃতদের পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার বিষ্ণুপুর ব্রিজের উপর ১০/১২ জন সহপাঠী বন্ধুরা একত্রিত হয়ে প্রকাশ্যে আনন্দ ফুর্তি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেইক কেটে উদযাপন করেন। এসময় স্থানীয় জনতা যুবকদের উত্তম মাধ্যম দিয়ে স্থানীয় থানা পুলিশের নিকট সোপর্দ করেন।

আটকৃতরা হলেন: মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আলগী মধ্যপাড়ার মৃত সাদেক মিয়ার ছেলে মোঃ রাসেল (২২), আলগী গ্ৰামের বশির আহমেদ ছেলে রিফাত মিয়া (১৭), বিষ্ণুপুর গ্রামের আব্দুল ওহাব মিয়ার ছেলে সাইমুল হাসান সিয়াম (১৯), কাকাতুয়া গ্ৰামের মৃত নজরুল ইসলামের ছেলে রিয়াদ হাসান (১৮), হায়দারাবাদ পশ্চিম পাড়ার আলমগীর ভূঁইয়ার ছেলে খালেদ ভূঁইয়া (১৭)।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, গ্ৰেফতারকৃত ৫ জনের মধ্যে ২ জন কিশোরসহ সোমবার কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়।বিজ্ঞ বিচারক আসামিদেরকে কারাগারে পাঠিয়েছেন।