মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ
অপারেশন ডেভিল হান্ট-২ এর দ্বিতীয় দিনে কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ চারজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতভর মুরাদনগর উপজেলা বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। মুরাদনগর উপজেলা নিমাইকান্দি গ্রামের মৃতঃ মতিউর রহমান মাস্টার ছেলে ও মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আতিকুল রহমান হেলাল (৫৫), নবীপুর গ্রামের মৃতঃ কাজী আবুল বাশারের ছেলে ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মোশাররফ হোসেন (৪৩), উত্তর ত্রিশ গ্রামের মৃতঃ সুধন মিয়া ছেলে ও নবীপুর পশ্চিম ইউনিয়ন আ’লীগ নেতা মোঃ সুমন মিয়া (৪৪) ও পৈয়াপাথর গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে তফসির আহমেদ ওরফে রাব্বি (২৬)। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের হয়েছে বলে পুলিশ জানায়। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে আটককৃতদেরকে কুমিল্লা বিজ্ঞা আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে জেলহাজতে পাঠানো নির্দেশ দেন।
মুরাদনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হাসান জামিল খান বলেন, আটককৃতরা সবাই আ’লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছে। প্রথমদিন মুরাদনগরে পুলিশের সাঁড়াশি অভিযানে ২ ইউপির চেয়ারম্যানসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও
কুমিল্লা থেকে ৪০ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তি
খুলনায় ৫ম উপকূলীয় শিশু সম্মেলনের বক্তারা জলবায়ু সহনশীল ও নিরাপদ শিশুবান্ধব উপকূল গঠনে সম্মিলিত উদ্যোগ জরুরি