November 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 3rd, 2025, 6:20 pm

মুরাদনগরে ২৫জন কৃষক কৃষাণীতে হাতে কলমে প্রশিক্ষণ

 

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ধামঘর গ্রামে ২০২৫-২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রিনিউরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওটায় পার্টনার ফিল্ড স্কুলের সমাপনি ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা, সারোয়ার জামান, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রোগ্রাম, কুমিল্লা, উপজেলা কৃষি অফিসার পাভেল খান পাপ্পুর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার নুর আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপ-সহকারি কৃষি অফিসার হাজেরা বেগম ও  নাসির উদ্দিন।

বক্তারা বলেন, কৃষিতে সুষম সার প্রয়োগ ও কৃষিকে বানিজ্যিকিকরন ও বীজ উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বারোপ করেন। এই প্রশিক্ষনে ১০ দিনে ২৫ জন কৃষক কৃষানিকে হাতে কলমে প্রশিক্ষন প্রদান শেষে সনদ প্রদান করা হয় উক্ত প্রশিক্ষনে প্রথম স্থান অধিকার করেন কৃষানি তানজিলা।