October 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 24th, 2025, 6:35 pm

মুরাদনগরে ৫২তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা -২০২৫ অনুষ্ঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0031,0.0000; brp_del_sen:0.1300,0.0000; motionR: 0; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 7864320;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 92.8443;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 44;

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ

মুরাদনগরে ৫২তম স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী কুমিল্লার মুরাদনগর উপজেলা ঐতিহ্যবাহী বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম তালুকদারের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. সফিকুল ইসলাম ভূইয়া, প্রধান শিক্ষক মাহবুুবুর রহমান সেলিম, আন্দিকোট গোলাম জীলানী উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক খায়রুল ইসলাম,  পরমতলা শব্দর খান উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র  শিক্ষক বেলাল উদ্দীন, ক্রীড়া  শিক্ষক ইয়াসমিন খেলা পরিচালনা করেন, সহকারী শিক্ষক রুহেল বাবু, ক্রীড়া শিক্ষক দেলোয়ার হোসেন, ফারুক আহমেদ,ধামঘর শাহ কাজিম আলিম মাদ্রাসার সিনিয়র ক্রীড়া শিক্ষক মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়র ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ শাহানুর আলম খান।

মুরাদনগর অঞ্চল, বাঁশকাইট অঞ্চল, রামচন্দ্রপুর অঞ্চল, বাঙ্গরা অঞ্চল ও হায়দরাবাদ অঞ্চল

খেলায় অংশগ্রহণ করে। উল্লেখ্য, জাহাপুর রমাকান্ত একাডেমি এন্ড কলেজ বালক দল হ্যান্ডবক ও দাবা চ্যম্পিয়ন, যাত্রাপুর একে উচ্চ বিদ্যালয় কাবাডি চ্যাম্পিয়ান, ঘোড়াশাল আলহাজ্ব রকিবুদ্দিন উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়  চ্যাম্পিয়ান হয়। ফুটবল খেলায় বালিকা বিভাগে নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়কে ৫ -৬ গোলে রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয় পরাজিত করে বিজয়ী হয়। উপজেলায় সাঁতারে ২৪ টি ইভেন্টের মধ্যে ১৪টি ইভেন্টে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় সহ ১৪টি ইভেন্টে বিজয়ী যাত্রাপুর একে উচ্চ বিদ্যালয়।

বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় -৫, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয় -৪ গোলে অঞ্চল বিজয় হয় বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়।

উক্ত খেলায় শত শত শিক্ষার্থী, শিক্ষক, দর্শনার্থী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীরা খেলাগুলো আনন্দ হৈ-হুল্লোড় করে উপভোগ করেন।