January 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 10th, 2023, 8:55 pm

মুশফিকদের হারালো রূপগঞ্জ

অনলাইন ডেস্ক :

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মুশফিকুর রহিমদের সহজেই হারিয়েছে মাশরাফি বিন মুর্তজাদের লিজেন্ডস অব রূপগঞ্জ। দারুণ বোলিংয়ে মুশফিক-নাসিরদের নিয়ে গড়া প্রাইম ব্যাংককে তারা ৩৬.২ ওভারে ১২৮ রানে বেঁধে ফেলে। জবাবে মাশরাফিদের দল লক্ষ্য ছুঁয়েছে ২৪.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে। বিকেএসপিতে শুরুতে প্রাইম ব্যাংকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল রূপগঞ্জ। তার পর আবদুল হালিম, মাশরাফি বিন মুর্তজার বোলিং তাদের বিপক ডেকে আনে। ৬৬ রানে পড়েছে ৬ উইকেট। ইনিংসটা শতরান পার হয়েছে নাসির হোসেনের ৩১, ইয়াসির আলীর ২৮ ও করিম জানাতের ১৭ রানের কল্যাণে। আয়ারল্যান্ড সিরিজে ছন্দে থাকা মুশফিক অবশ্য ব্যর্থ ছিলেন পুরোপুরি। মাত্র ৫ রান করেছেন। বল হাতে আবদুল হালিম ৩৪ রানে ৩ উইকেট নিয়েছেন। ৭ রানে দুটি নিয়েছেন সোহাগ গাজী। ২৫ রানে মাশরাফিও দুটি উইকেট নিয়েছেন। ১২৯ রানের লক্ষ্যে রূপগঞ্জও বিপদে পড়েছিল। দলের ২৯ রানে ওপেনার পারভেজ হোসেনের আউটে ছন্দ হারায় তারা। দ্রুত সময়ে ৫৫ রানে পড়ে ৩ উইকেট। তার পর ধাক্কা সামাল দিয়েছেন ফারদীন হাসান ও ইরফান শুক্কুর। তাদের জুটিতেই দলের স্কোর শতরান পার হয়েছে। ১০৯ রানে শুক্কুর (৩৪) আউট হলে ভাঙে এই জুটি। দলকে জয়ের কাছে নিয়ে ৪৭ রানে ফিরে যান ফারদীন হাসানও। তার পর অবশ্য ৫ উইকেট হারানো রূপগঞ্জ ২৪.৪ ওভারে জয় নিশ্চিত করেছে।