February 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 25th, 2025, 12:50 pm

মুশফিক-মাহমুদউল্লাহ অটোচয়েজ কি না প্রসঙ্গে যে উত্তর শান্তর

নিজস্ব প্রতিবেদক:
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা সিনিয়র দুই বাংলাদেশি ক্রিকেটারকে নিয়ে তৈরী হয়েছে প্রশ্ন। মাহমুদউল্লাহ অবশ্য প্রথম ম্যাচে খেলেননি। গতকাল দ্বিতীয় ম্যাচে করেছেন ১৪ বলে ৪ রান। প্রথম ম্যাচে গোল্ডেন ডাক মারা মুশফিক গতকাল দ্বিতীয় ম্যাচে করেছেন ৫ বলে ২ রান।

দলের ব্যাটিং ব্যর্থতার সময়ে দুই সিনিয়র ক্রিকেটার চাহিদামাফিক ব্যাটিং করতে পারেননি। বরং মুশফিকুর রহিমের মতো ‘ডিপেন্ডেবল’ নাম পাওয়া ক্রিকেটার অহেতুক চার্জ করতে গিয়ে বিলিয়ে এসেছেন উইকেট। সংবাদ সম্মেলনে তাদের নিয়ে প্রশ্নটা শুনতেই হলো অধিনায়ক শান্তকে। প্রশ্নটা অনুমিতই ছিল, অটো চয়েজ বলেই কি একাদশে সুযোগ পাচ্ছেন মুশফিক-রিয়াদ?

সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘না না, এই টিমে কেউ অটোচয়েজ না। সৌম্য টপ অর্ডারে খেলে রিয়াদ ভাই লোয়ার মিডল অর্ডারে। সৌম্য (সরকার) যদি খেলত তাহলে ব্যাটিং অর্ডারটা অনেক বেশি পরিবর্তন করা লাগত। রিয়াদ ভাইয়ের খেলাটা প্রয়োজন ছিল। শেষ ৪-৫ ইনিংস যদি দেখেন রিয়াদ ভাইয়ের খুবই ভালো ব্যাটিং করেছে। তাই দরকার ছিল।’

শান্তও যেন মেনে নিলেন, বাংলাদেশ ‘এলোমেলো ক্রিকেট’ খেলেশান্ত আরও বলেন, ‘দুই সিনিয়রকে আলাদাভাবে দেখতে চাই না। আমার মনে হয় দল হিসেবে আমরা ভালো খেলিনি। সিনিয়র দেখে তাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি থাকবে এমনও না। পুরা ব্যাটিং গ্রুপ আমরা ভালো করিনি।’

পরে মুশফিককে নিয়ে শান্ত বলেন, ‘মুশফিক ভাইয়ের ৪-৫ ইনিংস নিয়ে চিন্তিত ছিলাম না। কিপিংটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আগে আমরা দেখেছি উনি কীভাবে দলের জন্য অবদান রেখেছে। শেষ ৩ ইনিংস হয়নি হয়ত, হতে পারে। হয়ত পরের ম্যাচে উনি কামব্যাক করবে।’