Thursday, January 1st, 2026, 8:11 pm

মুস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

 

আইপিএল নিলামে বাংলাদেশের বাঁহাতি পেসার ‘কটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি রুপিতে দলে ভেড়ানোয় তীব্র সমালোচনার মুখে পড়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ভারতের উত্তরপ্রদেশের বিজেপির কট্টরপন্থী নেতা সঙ্গীত সোম শাহরুখকে সরাসরি ‘গাদ্দার’ বা দেশদ্রোহী আখ্যা দিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম জানায়, মেগা নিলামে মুস্তাফিজকে উচ্চমূল্যে দলে নেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সঙ্গীত সোম। তিনি বলেন, “মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন, তবে বিমানবন্দরের বাইরে পা রাখতে দেওয়া হবে না। শাহরুখ খানের মতো গাদ্দাররা বিষয়টি বুঝে নেওয়া উচিত।”

শুধু সমালোচনাতেই থামেননি তিনি। শাহরুখকে ভারতের অর্থ ব্যবহার করে দেশের স্বার্থবিরোধী কার্যকলাপের অভিযোগও তুলেছেন। তার ভাষায়, “দেশের মানুষ আপনাকে ভালোবেসে আজকের অবস্থানে এনেছে। কিন্তু সেই অর্থ দিয়েই আপনি দেশদ্রোহী কাজ করছেন। কখনও পাকিস্তানকে সহায়তার কথা শোনা যায়, আবার কখনও বিদেশি খেলোয়াড় কিনতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। এসব আর বরদাস্ত করা হবে না।”

এর আগে শাহরুখ খানকে ঘিরে রাজনৈতিক সমালোচনা বা বিতর্কের ঘটনা দেখা গেছে। তবে এবার সরাসরি ‘দেশদ্রোহী’ মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।

মাঠের বাইরের এই উত্তাপের পর বিসিসিআইও মুখ খুলেছে। ইনসাইডস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বোর্ডের শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন, মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে কোনো আইনি বা সরকারি নিষেধাজ্ঞা নেই।

তিনি বলেন, “আমরা বুঝি এটি একটি স্পর্শকাতর বিষয়। কূটনৈতিক পরিস্থিতির ওপর আমাদের নজর আছে এবং আমরা সবসময় সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। তবে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার কোনো নির্দেশনা আসেনি। বাংলাদেশ আমাদের শত্রু রাষ্ট্র নয়। তাই নিয়ম অনুযায়ী মুস্তাফিজের আইপিএল খেলতে কোনো বাধা নেই।”

বিসিসিআই আরও নিশ্চিত করেছে, ভিসা প্রাপ্তি বা অন্যান্য লজিস্টিক বিষয়েও মুস্তাফিজের কোনো সমস্যা হওয়ার কথা নয়। বোর্ড ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখার নীতিতেই অটল থাকতে চায়।

এনএনবাংলা/