অনলাইন ডেস্ক :
এবারের দলবদলের বাজারে শুরু থেকে আলোচনায় ছিল পিএসজি। আর তার মূলে ছিল দলটির বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে। কারণ পিএসজির সঙ্গে আর চুক্তি নবায়ন করতে চায় না ফরাসি এই তারকা। আর তাই এমবাপ্পেক মূল দলের বাইরে পাঠিয়ে দেয় পিএসজি। পুরো মৌসুম এমবাপ্পকে বেঞ্চে রাখার পরিকল্পনার কথা শোনা গিয়েছিল।
তবে সেই পরিকল্পনা থেকে সরে এসেছে ফরাসি ক্লাবটি। মূল দলে ফেরানো হচ্ছে এমবাপ্পেকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি। বিবৃতিতে ফরাসি ক্লাবটি লিখেছে, ‘লোরিয়াঁ ম্যাচের আগে পিএসজি ও এমবাপ্পের মধ্যে খুব গঠনমূলক ও ইতিবাচক আলোচনা হয়েছে। সকালেই সে মূল দলের অনুশীলনে যোগ দেন।’

আরও পড়ুন
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের লক্ষ্য সাফল্য, থাইল্যান্ডে যাচ্ছে নারী-পুরুষ দল
মুস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা
খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক, যা বললেন তামিম-মাশরাফি