অনলাইন ডেস্ক :
হারিকেন গ্রেসের আঘাতে লন্ডভন্ড মেক্সিকো। শক্তিশালী এ ঝড়টি আঘাতের পর মেক্সিকোর পূর্বাঞ্চলে আট জন মারা গেছে, যাদের ছয় জনই ছিল একই পরিবারের। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়। শনিবার দেশটির পূর্বাঞ্চলে ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস এবং ভারি বৃষ্টিপাতের ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং বন্যা দেখা দিয়েছে। ঝড়টি প্রথমে দেশটির ভ্যারাক্রুজ প্রদেশে আঘাত হানে। সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির পর ঝড়টি এখন উত্তর দিকে ধাবিত হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হেনরি। প্রবল বাতাস ও ভারি বৃষ্টিপাতের ফলে বন্যা হতে পারে বলে সতর্কতা জারি করেছে মার্কিন হারিকেন সংস্থা এনএইচসি। রোববার হেনরি আঘাত হানতে পারে নিউইয়র্ক, আইল্যান্ড ও দক্ষিণ নিউ ইংল্যান্ডে।
আরও পড়ুন
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
জাপানে টুনা মাছ বিক্রি হলো ১৩ লাখ ডলারে, এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ দাম