January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 8th, 2023, 8:14 pm

মেক্সিকোতে দুই মেট্রো ট্রেনের সংঘর্ষে হতাহত ৫৮

অনলাইন ডেস্ক :

মেক্সিকো সিটি টানেলে দুই মেট্রো ট্রেনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৫৭ জন আহত হয়েছে। শহরের উত্তর-দক্ষিণ মেট্রো লাইন থ্রিতে পোট্রেরো ও লা রাজা স্টেশনের মাঝামাঝি গত শনিবার এ দুর্ঘটনা ঘটে বলে নগর কর্তৃপক্ষের বরাত দিয়ে  রোববার (৮ জানুয়ারী) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে। টেলিভিশন ফুটেজে দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সে আহত যাত্রীদের চিকিৎসা দিতে দেখা গেছে। দুর্ঘটনার পর মেক্সিকো সিটি মেয়র ক্লাউদিয়া শেইনবাম এক বিবৃতিতে বলেন, দুর্ঘটনায় ৫৭ জন আহত হয়েছে। অনেকের আঘাত সামান্য। দুর্ভাগ্যবশত একজন প্রাণ হারিয়েছে। উল্লেখ্য, মেক্সিকোতে মেট্রো সার্ভিস চালু হয় ১৯৬৯ সালে। মোট ১২টি লাইনে ২২৬ কিলোমিটারজুড়ে মেট্রো ট্রেন চলছে দেশটিতে। সেখানে স্টেশনের সংখ্যা মোট ১৯৫টি। এর আগে ২০২১ সালের মে মাসে মেক্সিকোয় মেট্রো ব্রিজ ধসে ২৬ জন নিহত ও অনেকে আহত হয়।