অনলাইন ডেস্ক :
মেক্সিকোতে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের টোল বুথে ধাক্কায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। মেক্সিকো সিটির সঙ্গে মধ্যাঞ্চলীয় পিউবলা সিটির সংযোগকারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ানের শনিবার দুপুরে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের একটি টোল বুথে বেশ কিছু গাড়িতে ধাক্কা দেয়। এতে কয়েকটি গাড়িতে আগুন ধরে হতাহতের ঘটনা ঘটে। মেক্সিকোর ফেডারেল রোডস অ্যান্ড ব্রিজ অ্যান্ড রিলেটেড সার্ভিসেস এজেন্সি এক বিবৃতিতে জানায়, টোল বুথ অতিক্রম করার সময় ট্রাক ছয়টি গাড়িকে টেনে নিয়ে যায়, এতে ১৯ জন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চালকও রয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস