অনলাইন ডেস্ক :
সোমবার মধ্য মেক্সিকোর একটি ব্যস্ততম পাইকারি বাজারে একদল সশস্ত্র মুখোশধারী লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ করেছে। এতে পুড়ে ৯ জন মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সিসিটিভির ফুটেজ দেখে দেশটির রাষ্ট্রীয় প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীরা সশস্ত্র অবস্থায় টলুকার বাজারে ঢুকে। একপর্যায়ে ব্যাপক লুটপাট চালায়। পালানোর আগে মার্কেটে তরল দাহ্য ঢেলে আগুন ধরিয়ে দেয়। ব্যবসায় সংক্রান্ত দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে ঘটনাস্থলে ৮ জনের প্রাণ গেছে। অন্যজন হাসপাতালে মারা যান।
টোলুকার সেন্ট্রাল ডি অ্যাবাস্টোস মেক্সিকোর দ্বিতীয় বৃহত্তম বাজার। এখানে দৈনিক ২৬ হাজার মানুষের আনাগোনা হয়। মেক্সিকো সিটির কাছে অবস্থিত শহরটি অপরাধের কারণে বিপজ্জনক জায়গা। উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে লুটপাট, হত্যা ও মাদক চোরাচালান অনেকটা স্বাভাবিক ঘটনা। প্রতিদিনই সন্ত্রাসী হামলায় প্রাণহানির খবর আসছে। নিরাপত্তা বাহিনী অভিযান চালালেও অপরাধ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। সূত্র: আল জাজিরা
আরও পড়ুন
জেন–জি আন্দোলনে নিহতরা শহিদ; পরিবার পাবে ১০ লাখ রুপি: সুশীলা কারকি
নেপালে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হওয়ার পথে সুশীলা, করলেন মোদির প্রশংসা
মালয়েশিয়ায় দুইদিনে বাংলাদেশিসহ ১৭১ অভিবাসী আটক