অনলাইন ডেস্ক :
মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী ভ্যানের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। গত রোববার উত্তর সীমান্ত রাজ্য তামাউলিপাসে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তামাউলিপাসের প্রসিকিউটর ও পুলিশ জানায়, সংঘর্ষে মালবাহী ট্রেলার এবং ভ্যানে আগুন ধরে যায়। এতে ২৬ জন প্রাণ হারান। তবে উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে খানে মালবাহী ট্রেলারটিকে পাননি।
চালক মারা গেছেন, নাকি পালিয়েছেন সেটিও নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে ভ্যানের যাত্রীরা একটি ব্যক্তিগত পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। এ ছাড়া তাদের মধ্যে শিশুও ছিল বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের পার্শ্ববর্তী দেশ মেক্সিকোয় প্রায়শই বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়। কাভার্ড ভ্যানে করে দরিদ্র দেশগুলোর অভিবাসীদের যুক্তরাষ্ট্রের সীমান্তে পৌঁছে দেয় দালারা। যেন সহজেই দেশটিতে প্রবেশ করতে পারে। কিন্তু এমন ঝুঁকিপূর্ণ যাত্রায় বহু মানুষকে লাশ হতে হচ্ছে। যদিও রবিবারের ঘটনাটির সম্পর্কে তদন্ত করে জানাবে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন
দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে পাল্টা তলব
লস অ্যাঞ্জেলেসে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ২৪
রাজধানীতে গ্যাসের তীব্র সংকট, জ্বলছে না চুলা