এপি, মেক্সিকো :
মেক্সিকোয় নির্বাচনি প্রচার সমাবেশের মঞ্চ ভেঙে ৯ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬৩ জন।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় উত্তর মেক্সিকোর নুয়েভো লিওন রাজ্যে সিটিজেনস মুভমেন্ট পার্টির নির্বাচনি সমাবেশে এই ঘটনা ঘটে। হঠাৎ করে ঝড়ো বাতাস শুরু হলে সমাবেশ ও মঞ্চের ওপর আশপাশের প্রচার স্ক্রিন, বোর্ড প্রভৃতি ভেঙে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।
এ সময় সিটিজেনস মুভমেন্ট পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হোর্গে আলভারেস মায়নেস দ্রুত নিরাপদ স্থানে সরে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মানুষ চিৎকার করছে, কেউ কেউ দৌড়ে পালাচ্ছে, আবার কেউ ধাতব দণ্ডের নিচ থেকে উঠছে।
ঘটনার পরপরই পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের অন্যন্য কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে ছুটে যান। এ সময় অনেককে হতচকিত হয়ে বসে থাকতে দেখা যায়।
এ ঘটনার পর দেশের অন্যান্য প্রেসিডেন্ট প্রার্থীরাও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেস ওব্রাদর দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, ‘ঝড়ে ক্ষতিগ্রস্তদের পরিবার ও বন্ধুবান্ধব এবং রাজনৈতিক সমর্থকদের জন্য আমার এক বুক আলিঙ্গন।’
ঘটনার পর ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রত্যয় জানিয়ে সামনের নির্বাচনি সমাবেশগুলো স্থগিত করেছেন মায়নেস।
নিজের সোশ্যাল অ্যাকাউন্ট থেকে তিনি লিখেছেন, দুর্ঘটনার পর তিনি স্থানীয় সান পেদ্রো গার্সা গার্সিয়ার একটি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে ভালো আছেন।
তিনি বলেন, ‘এখন শুধু একটাই কাজ, ক্ষতিগ্রস্তদের খেয়াল রাখা।’
দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে উঠে হাত নাড়ছেন মায়নেস। সমর্থকরা তার নামে স্লোগান দিচ্ছে। এরইমধ্যে প্রবল বাতাসে একটি ধাতব কাঠামোসহ বিশালাকৃতির একটি স্ক্রিন তার ওপর ভেঙে পড়ছে। চাপা পড়ার হাত থেকে বাঁচতে তিনি দৌড়ে মঞ্চের পেছনের দিকে ছুটে যান।
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তৃতীয় অবস্থানে রয়েছেন মায়নেস। এ নির্বাচনে তার চেয়ে ভালো অবস্থানে আছেন ক্ষমতাসীন মোরেনা পার্টির ক্লাউদিয়া শাইনবাউম ও বিরোধী জোটের প্রার্থী শোচিটল গালভেজ। এই দুই প্রার্থীও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। শাইনবাউম মন্তেরেতে তার একটি নির্বাচনি সমাবেশ বাতিল করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে গালভেস লিখেছেন, ‘নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও প্রার্থনা জানাচ্ছি। সেইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
আগামী ২ জুন মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগমুহূর্তে প্রচার ও গণসংযোগ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এর মাঝে ই এমন দুর্ঘটনা ঘটল।
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত