January 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 9th, 2021, 1:37 pm

মেক্সিকোয় শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি

অনলাইন ডেস্ক:

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় অবকাশ শহর আকাপোলকেতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.১।
ভূমিকম্পে অন্তত একজনের প্রাণহানি এবং হাসপাতাল, বাড়িঘর, দ্কোানপাটসহ হোটেল রেস্তোরাঁর ব্যাপক ক্ষতি হয়েছে।
ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভিস বুধবার এ খবর জানিয়ে বলেছে, শক্তিশালী এই ভূমিকম্পের পর ২শ’ বারেরও বেশি অপেক্ষাকৃত কম মাত্রার ভ’কম্পন অনুভূত হয়েছে। গুয়েরেরোর রাজ্যের আকুপলকো থেকে ১১ কিলোমিটার দক্ষিণপূর্বে ভূমিকম্পের উৎপত্তিস্থল।
ভূমিকম্পটি এতোই শক্তিশালী ছিল যে কয়েকশ’ কিলোমিটার দুরের রাজধানী শহরের ভবনসমূহ কেঁপে উঠে।
এদিকে ভূমিকম্পে গুয়েরেরোর কয়োকা দি বেনিটেজ শহরে একজন নিহত হয়েছে।
ভূমিকম্পে গুয়েরেরোর সরকারি অফিস ভবনসমূহের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া বেসরকারি অফিসমূহও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
ভূমিকম্পে লোকজন বেশ আতংকগ্রস্ত হয়ে পড়ে বলেও জানা গেছে।

(সূত্র: বাসস)