January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 14th, 2021, 1:37 pm

মেঘনায় নৌপুলিশের ওপর জেলেদের হামলা: আটক ৫

ছবি: ইউএনবি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে সোমাবার অভিযানকালে নৌ থানা পুলিশের ওপর জেলেদের হামলায় দুই পুলিশসহ তিন জন আহত হয়েছেন। এ সময় ২০ লাখ মিটার কারেন্ট জালসহ হামলাকারী পাঁচ জেলেকে আটক করে পুলিশ।

আহত পুলিশ সদস্যরা হলেন-নৌ থানা পুলিশের কনস্টেবল শরীফ উল্লাহ ও আব্দুল কাদের।

চাঁদপুর নৌ থানা পুলিশের ইনচার্জ মো. মুজাহিদুল ইসলাম জানান, সোমবার বিকালে চাঁদপুর নৌপুলিশ সুপার কামরুজ্জামানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার ও নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মেঘনা নদীর চিরারচর এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় জেলেরা পুলিশের ওপর হামলা করলে নৌ থানার দুই কনস্টেবল আহত হন। তাৎক্ষণিক হামলাকারী ছয় জেলেকে আটক করলেও এর মধ্যে একজন জেলের বয়স কম হওয়ায় তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। পরে নদীতে পাতানো অবস্থায় ২০ লাখ মিটার কারেন্ট জালও জব্দ করা হয়।

ওসি জানান, নৌ পুলিশের অভিযান সর্বদা অব্যাহত থাকবে। এ ঘটনায় নৌ থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

–ইউএনবি