চাঁদপুরে মেঘনা নদীর চরে আটকে থাকা একটি ফেরি থেকে ৪০০ জনেরও বেশি যাত্রীকে উদ্ধার করা হয়েছে। বুধবার কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে চাঁদপুরের পশ্চিম মোহনপুর সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।
আটকা পড়া ফেরির মাস্টার আলম সরদার জানান, মঙ্গলবার দিবাগত রাতে ৪০০ যাত্রী নিয়ে ‘সুন্দরবন-১১’ বরিশালের যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। লঞ্চটি চাঁদপুরের মোহনপুরের কাছে পৌঁছালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নদীর তীরবর্তী চরের দিকে নিয়ে যাওয়া হয়।
ফেরীর যাত্রী ফারুক হোসেন বলেন, রাত ১১টার দিকে ফেরীর যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং ১২টার দিকে চরে আটকে যায়। এই সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
এদিকে, সুরভী-৭ লঞ্চটি পাশ দিয়ে যাওয়ার সময় আটকে যাওয়া ফেরিটি দেখতে পায় এবং সন্দুরবন ১১ লঞ্চের যাত্রীদের উদ্ধার করে।
কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার রাত ২টার দিকে সব যাত্রীকে উদ্ধার করা হয়।
—ইউএনবি
আরও পড়ুন
এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই: বিএনপি
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন