April 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 25th, 2024, 9:54 pm

মেঘনা নদীতে নৌ শ্রমিকদের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে : অধ্যাপক হারুনুর রশিদ খান

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান বলেছেন,
মেঘনা নদীতে নৌ শ্রমিকদের নৃশংসভাবে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।

বুধবার (২৫ ডিসেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজে আহত শ্রমিকদের দেখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো: তসলিম, কবির আহমেদ, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন প্রমুখ।

এ সময় নেতারা আহত শ্রমিকদের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন এবং মহান রবের দরবারে তাদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

এ সময় তিনি বলেন, নৌ শ্রমিকদের যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাতে পুরো জাতি হতবাক। মধ্যযুগীয় কায়দায় হত্যা করে দেশের আইনশৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে হত্যাকারীরা। আমরা অবিলম্বে হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের মুখোমুখি করার জন্য অন্তবর্তী সরকার ও স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি আরো বলেন, নৌ শ্রমিকদের নৃশংসহত্যার সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদের পরিচয় চিহ্নিত করে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। একইসাথে নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে।