May 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 11th, 2025, 4:45 pm

মেঘনা নদীর ৫০ কোটি লিটার পানি দৈনিক সরবরাহ হবে ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই’ শীর্ষক প্রকল্পের আওতায় মেঘনা নদীর বিশনন্দী পয়েন্ট থেকে দৈনিক ৫০ কোটি লিটার পানি উত্তোলন করে পরিশোধন করা হবে। এই পানি ঢাকা শহরের উত্তর-পূর্বাংশে সরবরাহ করা হবে। চলমান এ প্রকল্প সমাপ্ত হবে জুন ২০২৭ সাল নাগাদ। এরপরই শুরু হবে পানি সরবরাহের কাজ।

প্রকল্পের কাজ চলমান রাখার জন্য অর্থ বরাদ্দ চেয়ে পরিকল্পনা কমিশনে আবেদন করেছে ঢাকা ওয়াসা।

পরিকল্পনা কমিশন জানিয়েছে, উন্নয়ন সহযোগী সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ফ্রান্সের সংস্থা এজেন্সি ফ্রান্সিস দ্য ডেভেলপমেন্ট (এএফডি), ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি), বাংলাদেশ সরকার ও ওয়াসার নিজস্ব অর্থায়নে আলোচ্য প্রকল্পের কাজ বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় প্রস্তাবিত তৃতীয় সংশোধিত ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) অনুযায়ী ১০ হাজার ৯৭৫ কোটি ১৫ লাখ টাকা। প্রকল্পে সরকারি অর্থায়ন চার হাজার ২১২ কোটি টাকা, প্রকল্প ঋণ ছয় হাজার ৭৪০ কোটি টাকা এবং ঢাকা ওয়াসার নিজস্ব তহবিল ২২ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ জানুয়ারি ২০১৪ থেকে জুন ২০২৭ পর্যন্ত।

ঢাকা ওয়াসা জানায়, ২০২৫-২৬ অর্থবছরের বাজেট চাহিদা বার্ষিক উন্নয়ন কর্মসূচি বিষয়ক সফটওয়্যারে প্রকল্পটির সর্বশেষ অনুমোদিত ডিপিপির তথ্য দেওয়া বাধ্যতামূলক। যেহেতু, প্রকল্পটির ব্যয় ও সময় বৃদ্ধির জন্য প্রস্তাব করা হয়েছে, ফলে অনুমোদনবিহীন প্রকল্পের অনুকূলে আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট কর্মসূচিতে বরাদ্দ প্রস্তাব করার সুযোগ নেই।

এ অবস্থায় কাজের স্বার্থে আলোচ্য প্রকল্পটির প্রস্তাবিত তৃতীয় সংশোধিত ডিপিপি আগামী অর্থবছরের (২০২৫-২৬) বাজেট কার্যক্রম শুরুর আগেই অনুমোদনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।