Thursday, September 30th, 2021, 8:12 pm

মেঘালয়ে যাত্রীবাহী বাস নদীতে, নিহত ৬

অনলাইন ডেস্ক :

ভারতের মেঘালয়ে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে প্রাণ হারিয়েছেন চালকসহ অন্তত ছয়জন। বাসের বাকি ১৬ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেঘালয় পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার মধ্যরাতে মেঘালয়ের নোংচ্রাম এলাকায় রিংদি নদীতে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় উদ্ধারকারী দল। নদীর পানিতে চার বাসযাত্রীর মরদেহ ভাসতে দেখেন উদ্ধারকারীরা। বাকি দুই যাত্রীর মরদেহ উদ্ধার করা হয় বাসের ভেতর থেকে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। ভয়াবহ এ দুর্ঘটনা কীভাবে ঘটল তা এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে বাসের নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। এতে বাসটি রাস্তা থেকে সরে সোজা নদীতে গিয়ে পড়ে। সূত্র: আনন্দবাজার পত্রিকা