অনলাইন ডেস্ক :
ফেসবুকের মূল কোম্পানি মেটার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন শেরিল স্যান্ডবার্গ। ১৪ বছর ধরে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে কাজ করার পর পদত্যাগের ঘোষণা দেন তিনি। খবর আলজাজিরার। নিজের গড়ে তোলা ফাউন্ডেশন ও জনকল্যাণমূলক কাজে সময় দেওয়ার জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন বলে ফেসবুকে লিখেছেন শেরিল। সম্প্রতি মেটার বিজ্ঞাপন বাজারে মন্দা ও টিকটকের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তীব্র প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির। এর মাঝে শেরিল পদত্যাগের ঘোষণা দিলেন। ফেসবুককে একটি স্টার্টআপ থেকে মাল্টিবিলিয়ন-ডলারের বিজ্ঞাপন পাওয়ার হাউসে রূপান্তরিত করতে মেধা ও শ্রমের সর্বোচ্চটুকু ঢেলে দেওয়ার কারণে বিশ্বব্যাপী ব্যবসার অন্যতম স্বীকৃত ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন তিনি। অবশেষে সেই কোম্পানির দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন। তবে ৫২ বছর বয়সী শেরিল মেটার বোর্ডের সদস্য হিসেবে থাকবেন। শেরিল ২০০৮ সালে ফেসবুকে যোগ দেন এবং এটিকে একটি সামাজিক মিডিয়া জায়ান্টে পরিণত করার মূল চাবিকাঠি ছিলেন তিনি। তার সময়ে গত বছর প্রায় ১২০ বিলিয়ন ডলার আয় করেছে ফেসবুক।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধি ও ৪৩ টি পণ্যের শুল্কহার বৃদ্ধি নিয়ে ঢাকা চেম্বারের উদ্বেগ
দাবানলে পুড়ছে হলিউড হিলস