October 27, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 27th, 2025, 4:36 pm

মেট্রোরেলের বিয়ারিং প্যাডের মান যাচাইয়ে হাইকোর্টে রিট

 

রাজধানীর মেট্রোরেলসহ দেশের সব ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ের জন্য কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন সোমবার (২৭ অক্টোবর) এই রিটটি দায়ের করেন। এতে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, মেট্রোরেল ও দেশের বিভিন্ন ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের মান ও নিরাপত্তা যাচাই করা জরুরি, কারণ এগুলোর গুণগত মান নিশ্চিত না হলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।

জানা গেছে, চলতি সপ্তাহে বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।

এদিকে, মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী আবুল কালামের (৩৬) মৃত্যুর ঘটনায় তার দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে শরীয়তপুরের নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রোববার দুপুরে ঘটনাস্থল দিয়ে হাঁটার সময় ওপর থেকে একটি ভারী ধাতব বস্তু আবুল কালামের মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনএনবাংলা/