December 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 30th, 2025, 4:21 pm

মেট্রোরেলে চাকরি পাচ্ছেন বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী

ঢাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খসে পড়ে পথচারী আবুল কালামের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে সেতু মন্ত্রণালয়ের সচিব/সিনিয়র সচিব ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ডাকযোগে এ নোটিশ পাঠান ঢাকা জজ কোর্টের আইনজীবী এনামুল হক নবীন।

তিনি জানান, নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে নিহত কালামের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে স্থায়ী চাকরির ব্যবস্থা করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নিহত হন।

ঘটনার পরপরই নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে চাকরির আশ্বাস দিয়েছিলেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এদিকে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সময় সংবাদকে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহামেদ জানান, নিহত আবুল কালামের মেয়ে আইরিন আক্তার পিয়াকে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। পরবর্তীতে অনার্স শেষ হলে তাকে অফিসার পদে পদোন্নতি দেওয়া হবে বলেও জানান তিনি।

এনএনবাংলা/