রাজধানীতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি, নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষম সদস্য থাকেন, তবে তাকে মেট্রোরেলে চাকরির সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।
রবিবার (২৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য জানান।
ফাওজুল কবির খান আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা-ভাঙচুর
শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ
অস্ত্রোপচার শেষে মারা যান ওসমান হাদি: ডা. আহাদ