ঢাকা মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী আবুল কালাম আজাদ নিহত হওয়ার ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আইনজীবী এনামুল নবীন মঙ্গলবার (২৮ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের বরাবর নোটিশটি পাঠান।
নোটিশে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন পিয়ার নং ৪৩৩ থেকে দুটি বিয়ারিং প্যাড নিচে পড়ে যায়। এর মধ্যে একটি বিয়ারিং প্যাড আবুল কালামের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত আবুল কালাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার, এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার স্ত্রী ও দুই শিশু সন্তান তার উপার্জনের ওপর নির্ভরশীল ছিলেন।
নোটিশে মেট্রোরেল কর্তৃপক্ষের গাফিলতি ও রক্ষণাবেক্ষণের অভাবই দুর্ঘটনার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া, পাঁচ লাখ টাকা সরকারি সহায়তা এবং একজনকে চাকরি দেওয়ার ঘোষণা ‘অপ্রতুল ও অবমাননাকর’ হিসেবে দেখানো হয়েছে।
আইনজীবী দাবি করেছেন, নিহতের পরিবারের ক্ষতি পূরণের জন্য ১০ কোটি টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে স্থায়ী চাকরি দিতে হবে। নোটিশে বলা হয়েছে, ৩০ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
হাসিনার অনুসারীদের ‘অস্বাভাবিক’ জামিন নিয়ে আইন উপদেষ্টার উদ্বেগ
বায়ুদূষণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বছরে ১০ লাখ মৃত্যু: বিশ্বব্যাংক
খাস দিলে দোয়া করলে হাদি অবশ্যই সুস্থ হয়ে ফিরবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা