January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 27th, 2022, 7:26 pm

মেট্রোরেল: দৃশ্যমান হলো ২০.১ কিলোমিটার ভায়াডাক্ট

ছবি: সংগৃহীত

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১ কিলোমিটার রুটে ভায়াডাক্টের শেষ গার্ডার বসানোর পর সম্পূর্ণ দৃশ্যমান হয়ে উঠেছে বাংলাদেশের প্রথম মেট্রোরেল।

বৃহস্পতিবার সকাল ১১টা ১৪ মিনিটে শ্রমিকরা জাতীয় প্রেসক্লাবের সামনে ৫৮২ ও ৫৮৩ নম্বর পিলারের মধ্যে ভায়াডাক্টের শেষ স্প্যানটি সফলভাবে স্থাপন করে।

ভায়াডাক্ট ইনস্টলেশনের সময় উপস্থিত ছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

কর্মকর্তারা জানিয়েছেন, মেট্রো রেলের সার্বিক অগ্রগতি এখন ৭৪ শতাংশ।

মেট্রোরেল রুটের মূল দৈর্ঘ্য ছিল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১ কিলোমিটার, কিন্তু বর্তমানে তা কমলাপুর রেলস্টেশন পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার বাড়ানো হয়েছে।

—-ইউএনবি