October 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 22nd, 2025, 4:13 pm

মেট্রোরেল স্টেশনে ঢুকলেই দিতে হবে ১০০ টাকা

ফাইল ফটো

 

রাজধানীতে মেট্রোরেলের কোনো স্টেশনে প্রবেশ করে কার্ড স্ক্যান করার পর যদি কেউ যাত্রা না করেই বের হয়ে আসেন, তবুও দিতে হবে ১০০ টাকা। এমন নিয়ম চালু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ঢাকার বিভিন্ন মেট্রোরেল স্টেশনে এই সংক্রান্ত নোটিশ টানানো হয়েছে। বুধবার কারওয়ানবাজার স্টেশনে গিয়ে দেখা যায়, প্রবেশপথের কাছেই বড় অক্ষরে লেখা আছে— ‘সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি-এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে। আদেশক্রমে—ডিএমটিসিএল কর্তৃপক্ষ।’

এর আগে কোনো যাত্রী কার্ড স্ক্যান করে ভেতরে প্রবেশের পাঁচ মিনিটের মধ্যে বের হয়ে গেলে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মে সেই সুযোগও বাতিল হয়েছে।

এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক যাত্রী। ‘ঢাকা মেট্রোরেল হেল্পলাইন’ নামের একটি ফেসবুক গ্রুপে বিষয়টি নিয়ে পোস্ট দেওয়ার পর তিন হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। যাত্রীদের অভিযোগ, কেউ জরুরি প্রয়োজনে স্টেশন থেকে বের হতে চাইলে বা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার কাছ থেকেও ১০০ টাকা কাটা অন্যায়। কেউ কেউ বলেছেন, ভাড়া ফাঁকি ঠেকাতে চাইলে ন্যূনতম ভাড়া কাটা যেতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে একযোগে ১০০ টাকা কাটা অযৌক্তিক সিদ্ধান্ত।

এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, ‘আমি এই নিয়ম সম্পর্কে অবগত নই। তবে আমরা এখন মেট্রোরেলের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিচ্ছি।’

এনএনবাংলা/