রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বুধবার একটি মেয়ে শিশুসহ ছয়জন গুরুতর আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, রাত ৯টার দিকে এ দুর্ঘটনায় আহত হয় আলী হোসেন (৬৮), সালমা বেগম (৫৬), আলেয়া বেগম (৩৮), আলেয়ার মেয়ে খাদেজা আক্তার (৮), আইনুল হক (৫০) ও সিএনজি চালক আব্দুর রব (৩৫)।
আহতরা সবাই ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।
—ইউএনবি
আরও পড়ুন
বেরোবিতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত
তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রী দুর্ভোগে পড়েন তিন ঘণ্টা দেরিতে যাত্রা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ শূন্য আসনে ভর্তি ও সাক্ষাৎকার ১৫ জানুয়ারি