Tuesday, September 23rd, 2025, 6:16 pm

মেয়াদহীন পণ্য বিক্রি করায় কালীগঞ্জে জরিমানা

Oplus_16908288

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

কালীগঞ্জে ভোক্তা অধিকার আইন অমান্য করা ও মেয়াদহীন পণ্য বিক্রয় করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি মামলায় ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

অভিযানে মেয়াদহীন পণ্য বিক্রয় করার অপরাধে মারিয়া কসমেটিকস এর মালিক রাশেদুল ইসলামকে (২৮) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন পুলিশ, আনসার সদস্যবৃন্দ। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম।

কাজী মোহাম্মদ ওমর ফারুক