December 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 18th, 2025, 6:16 pm

মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকাল ১১টায় ঢাকায় ফিরছেন তারেক রহমান

 

আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব আব্দুস সাত্তার। খবর বিবিসি বাংলা।

আব্দুস সাত্তার জানান, লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন তারেক রহমান। তিনি বিবিসি বাংলাকে আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেয়েকে (জাইমা রহমান) সঙ্গে নিয়ে দেশে ফিরছেন।

এর আগে ১২ ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, “সবকিছু ঠিক থাকলে” আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন তারেক রহমান।

উল্লেখ্য, ২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির কথিত অভিযোগে আটক হয়ে ১৮ মাস কারাগারে ছিলেন তারেক রহমান। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি মুক্তি পান। এক সপ্তাহ পর, ১১ সেপ্টেম্বর, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় পর দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এনএনবাংলা/