অনলাইন ডেস্ক :
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে নিগার সুলতানার দারুণ পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে র্যাঙ্কিংয়ে। এই সংস্করণে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। বড় লাফ দিয়েছেন তার সতীর্থ লেগ স্পিনার ফাহিমা খাতুন। মেয়েদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ মঙ্গলবার প্রকাশ করেছে আইসিসি। ব্যাটারদের তালিকায় ১৮তম স্থানে আছেন নিগার। সিরিজের প্রথম ম্যাচে রান তাড়ায় তিনি খেলেন ম্যাচ জয়ী ৫১ বলে ৭৫ রানের অপরাজিত ইনিংস। এতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে ৯ বছর পর জয়ের স্বাদ পায় বাংলাদেশ।
শেষ দুই ম্যাচে অবশ্য হেরে যায় তারা। তিন ম্যাচে ১১৩ রান করে সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন নিগার। ফাহিমা সিরিজে নেন মোট ৫ উইকেট। বোলারদের র্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়ে ৫৬তম স্থানে আছেন তিনি। ব্যাটারদের তালিকায় শীর্ষ দশে ঢুকেছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। দুই ধাপ এগিয়ে নবম স্থানে আছেন তিনি। সিরিজে তিনি করেন মোট ১০৩ রান। এখানে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার তাহলিয়া ম্যাকগ্রা। বোলারদের তালিকায় ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন এবং অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার চূড়ায় আছেন।
আরও পড়ুন
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি
সাকিব-হেলসসহ যে তারকারা পিএসএলে অবিক্রিত