অনলাইন ডেস্ক :
এশিয়া কাপে বাংলাদেশের পরের ম্যাচ ১৫ সেপ্টেম্বর ভারতের সঙ্গে। গত শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলেই দেশে ফিরে আসেন উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। সোমবার দিলেন সুখবর। তার ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। সোশ্যাল মিডিয়ায় ছেলের হাতে ‘এটা কন্যা শিশু’ লেখা বোর্ড হাতে দেওয়া ছবি শেয়ার করেন মুশফিক।
দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার খবর জানিয়ে ক্যাপশনে লেখেন, ‘আসসালামুআলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের একটি কন্যাসন্তান দিয়েছেন। মা ও শিশু দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন।’ এটি মুশফিকের দ্বিতীয় সন্তান। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে প্রথমবার ছেলে সন্তানের বাবা হন তিনি। আশা করা হচ্ছে, ১৩ সেপ্টেম্বর আবার কলম্বোর উদ্দেশে রওনা হবেন মুশফিক।

আরও পড়ুন
মনোনয়ন বঞ্চিত দুদু, তালিকায় নেই আব্দুস সালামের নাম
বিএনপি’র মনোনয়ন না পেয়ে এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে অবরোধ
বিএনপির প্রার্থী তালিকায় খালেদা জিয়াসহ নয় নারী