অনলাইন ডেস্ক :
অবশেষে পর্দায় আসছে মেরিলিন মনরোর জীবনের বেদনাদায়ক অধ্যায়ের গল্প। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ‘ব্লন্ড’র ট্রেলার। যেখানে মেরিলিন মনরো রূপে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন আনা। চলতি বছর ২৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে প্রতীক্ষিত সিনেমা ‘ব্লন্ড’। ট্রেলারে এই অভিনেত্রীকে দেখে ধরার উপায় নেই যে, তিনি সত্যিকারের মনরো নন! তার লুক খুব সহজেই যেন পর্দায় জীবন্ত করে তুলেছেন মেরিলিন মনরোকে। আনা দে আরমাস এবং আসল মেরিলিন মনরোর মধ্যে পার্থক্য করা দর্শকদের জন্য বেশ কঠিন হয়ে পড়েছে। শুধু মনরোর মতোই দেখতেই নন, মনরোর মতো কণ্ঠস্বর এবং কথা বলার ধরণও হুবহু মিলিয়েছেন আনা। তবে এর জন্য তাকে করতে হয়েছে কঠোর পরিশ্রম। ১৯৯৯ সালে প্রকাশিত জয়েস ক্যারল ওটসের ‘ব্লন্ড’ নামের উপন্যাস থেকে একই নামে সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্ড্রু ডমিনিক। নির্মাতা জানান, শুটিং শুরু আগে মেরিলিন মনরোর চরিত্রটি নিয়ে প্রচুর গবেষণা করা হয়েছে। মেরিলিনকে যথার্থভাবে উপস্থাপনার ওপর তীক্ষ্ণ দৃষ্টি দেওয়া হয়েছে। সিনেমাটিতে স্বল্প সংলাপ থাকবে; আর প্রেমিক এবং স্বামীর সঙ্গে মনরোর সম্পর্কের দিকটি মূলত ফোকাস করা হবে। হলিউডের অন্যতম ‘সুন্দরী’ অভিনেত্রী মেরিলিন মনরোর জীবনভিত্তিক সিনেমা ‘ব্লন্ড’। ২০১০ সাল থেকে সিনেমাটি তৈরির তোড়জোড় চলছিল।
আরও পড়ুন
‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন’
পোশাক পরতে পারি না : আইশা খান