December 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 17th, 2025, 4:15 pm

মেসিকে ১৫ কোটি টাকার ঘড়ি উপহার দিলেন অনন্ত আম্বানি

 

ভারত সফর লিওনেল মেসির জন্য হয়ে উঠেছিল বিশেষভাবে স্মরণীয়। কলকাতা, হায়দরাবাদ ও মুম্বাই ঘুরে দিল্লি থেকেই সফর শেষ করার কথা ছিল আর্জেন্টিনার মহাতারকার। তবে শেষ মুহূর্তে সূচিতে আসে পরিবর্তন। দিল্লি থেকে তিনি সরাসরি যান গুজরাটের জামনগরের বনতারায়।

ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির আমন্ত্রণেই সেখানে যান মেসি। বনতারায় পৌঁছানোর পর পুজো দেওয়া, সিংহ দর্শনসহ নানা কর্মকাণ্ডে অংশ নেন তিনি। এসব মুহূর্তের ছবি দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অনন্ত আম্বানির দেওয়া এক বিরল উপহার—একটি অত্যন্ত দামী ঘড়ি। সফরের সময় অনন্ত ও তার স্ত্রী রাধিকা মার্চেন্টের সঙ্গে মেসির পাশাপাশি ছিলেন রদ্রিগো দি পল ও লুইস সুয়ারেজ। এই সময়েই অনন্ত মেসিকে উপহার দেন রিচার্ড মিলির আরএম০০৩-ভি২ জিএমটি ট্যুরবিলিয়ন এশিয়া এডিশন ঘড়ি।

এই বিশেষ ঘড়িটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১৪ কোটিরও বেশি। বিশ্বজুড়ে মাত্র ১২টি ঘড়িই রয়েছে এই মডেলের। বনতারায় মেসির হাতে ঘড়িটি দেখা যাওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় জোর আলোচনা।

অবশ্য ঘড়ির প্রতি মেসির আগ্রহ নতুন কিছু নয়। তার ব্যক্তিগত সংগ্রহশালায় রয়েছে ১৮ ক্যারেট সোনায় তৈরি রোলেক্স লে ম্যান্স, রোলেক্স জিএমটি মাস্টার ২, অডেমার্স পিগেট রয়্যাল ওক ‘জাম্বো’ এক্সট্রা থিন এবং বার্বি রোলেক্সসহ একাধিক দুষ্প্রাপ্য ও মূল্যবান ঘড়ি।

এনএনবাংলা/