অনলাইন ডেস্ক :
ইউরোপীয় ফুটবলের সর্বশেষ মৌসুমেও দেখা গেছে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে। গত মৌসুমের মাঝপথে ইংলিশ প্রিমিয়ার লিগ ছেড়ে সৌদি প্রো লিগে নাম লেখান রোনালদো। মৌসুম শেষে ইউরোপ ছেড়েছেন মেসিও। তার ঠিকানা এখন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামি। রোনালদো মনে করেন, লিগ হিসেবে মেসিদের মেজর লিগ সকারের চেয়ে এগিয়ে সৌদি প্রো লিগ। সেল্টা ভিগোর বিপক্ষে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ শেষে রোনালদো বলেন, ‘ইউরোপিয়ান ফুটবল অনেক মান হারিয়ে ফেলেছে। এখনো পর্যন্ত একমাত্র যেটা ভালো করছে সেটা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ।
তারা অন্য লিগগুলো থেকে অনেক এগিয়ে।’ ইউরোপে ফিরবেন কিনা এই প্রশ্নের জবাবে সিআরসেভেন বলেন, ‘একশভাগ নিশ্চিত আমি আর ইউরোপের কোনো ক্লাবে ফিরব না।’ ৩৮ বছর বয়সী রোনালদোর কাছে যুক্তরাষ্ট্রের এমএলএসের চেয়ে সৌদি লিগের মান বেশি ভালো মনে হচ্ছে। এই বিষয়ে তিনি বলেন, ‘সৌদি আরবের লিগ এমএলএস থেকে এগিয়ে। এখন সব খেলোয়াড়রা আছে। আমি সৌদি লিগের দরজাটা খুলে দিয়েছি এবং খেলোয়াড়রা এখানে আসছে।’
আরও পড়ুন
আ. লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৯ নেতাকর্মী গ্রেপ্তার
ডাকসুর প্রথম কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রে পেটেন্ট পেল বাংলাদেশের কোভিড টিকা ‘বঙ্গভ্যাক্স’