অনলাইন ডেস্ক :
লিওনেল মেসি ইন্টার মায়ামির অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছিলেন। কিন্তু বুধবার কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মেক্সিকোর মন্টেরির বিপক্ষে দলে ছিলেন না। তাকে ছাড়া ম্যাচটি ২-১ গোলে হেরে গেলো মায়ামি। ১৯তম মিনিটে ডিফেন্ডার টমাস অ্যাভিলেসের গোলে মায়ামি লিড নেয়। ৬৫তম মিনিটে ইন্টার মিডফিল্ডার ডেভিড রুইজ লাল কার্ড দেখলে ম্যাচ বদলে যায়। চার মিনিট পর ম্যাক্সিমিলিয়ানো মেজা সমতা ফেরান।
তারপর ৮৯তম মিনিটে হোর্হে রদ্রিগেজের শটে মায়ামিকে হারায় মন্টেরি। মেক্সিকোর লিগা এমএক্স-এ শীর্ষে থাকা মন্টেরি আগামী বুধভার মায়ামিকে স্বাগত জানাবে। আঞ্চলিক টুর্নামেন্টের শেষ চারে ওঠার দৌড়ে তারাই ফেভারিট। অবশ্য দ্বিতীয় লেগে মেসিকে পাওয়ার আশা করছে মায়ামি। ডানপায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে এমএলএস-এর তিন ম্যাচে মেসি খেলেননি। মঙ্গলবার সকালে অনুশীলন করেন তিনি।
আরও পড়ুন
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর
৪৫ ছক্কায় দিন পার, তামিমের চাওয়া ‘বড় বাউন্ডারি’
ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করল বাংলাদেশ