January 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 21st, 2022, 7:51 pm

মেসির গোলে জাপানে পিএসজির কষ্টার্জিত জয়

অনলাইন ডেস্ক :

প্রাক-মৌসুম জাপান সফরের শুরুটা উড়ন্তভাবে করতে পারেনি পিএসজি। স্থানীয় ক্লাব কাওয়াসাকি ফ্রনটেলের বিপক্ষে বুধবার ২-১ গোলের জয় নিশ্চিত হলেও ম্যাচটি প্যারিসের জায়ান্টদের জন্য খুব একটা সহজ ছিলনা। ম্যাচে অবশ্য গোল পেয়েছেন লিওনের মেসি। নতুন ম্যানেজার ক্রিস্টোফে গালটিয়ারের অধীনে এটাই ছিল পিএসজির প্রথম ম্যাচ। মূল একাদশে তিন তারকা ফরোয়ার্ড মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পের প্রত্যেকেই ছিলেন। টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে ৬৫ হাজার দর্শকের উপস্থিতিতে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নেমেছিল পিএসজি। ম্যাচের ৩২ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় পিএসজি। এর আগে কাওয়াসাকি গোলরক্ষক জুং সং-রিয়ংকে একা পেয়েও কাজে লাগাতে পারেননি এমবাপ্পে। কিন্তু দ্বিতীয়ার্ধে পরিবর্তিত দলটি কাওয়াসাকির প্রতিরোধের মুখে মোটেই সুবিধা করতে পারেনি। নেইমার ও এমবাপ্পে বদলী বেঞ্চে চলে গেলেও মাঠে ছিলেন মেসি। ৫০ মিনিটে কাওয়াসাকি ফরোয়ার্ড কেই চিনেন সমতা ফেরানোর সবচেয়ে সহজ সুযোগটি হাতছাড়া করেন। তার শটটি ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে যায়। হুয়ান বারনাটের লো ক্রস থেকে ৫৮ মিনিটে বদলী খেলোয়াড় আরনাড কালিমুয়েন্ডোর গোলে ব্যবধান দ্বিগুন হয়। জে-লিগ চ্যাম্পিয়ন কাওয়াসাকি ৮৪ মিনিটে কাজুয়া ইমামুরার হেডের গোলে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারী পিএসজি। জাপান সফরে জে-লিগের অপর দুই ক্লাবের সাথে পিএসজির আরো দুটি ম্যাচ রয়েছে। আগামী শনিবার সেইতামাতে উরাওয়া রেডস এবং সোমবার ওসাকাতে পিএসজির প্রতিপক্ষ গাম্বা ওসাকা।