অনলাইন ডেস্ক :
বিনা অনুমতিতে সৌদি আরব ভ্রমণের দায়ে লিওনেল মেসিকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছিল তার ক্লাব পিএসজি। আর্জেন্টাইন তারকা ক্ষমা চাওয়ার পর অবশ্য কমিয়ে আনা হয় নিষেধাজ্ঞার মেয়াদ। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে শনিবারই প্রথম ম্যাচ খেলতে নামেন মেসি। তার প্রত্যাবর্তন ম্যাচে আজাকসিওকে ৫-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি। এই ম্যাচেও পিএসজি ভক্তদের দুয়োধ্বনি শুনতে হয়েছে মেসিকে। ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে পিএসজি এগিয়ে যায় ২২তম মিনিটে। বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে দারুণ এক গোল করেন ফাবিয়ান রুইজ।
১০ মিনিট পর এমবাপ্পের নেওয়া শট আজাকসিও গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বলে টোকা মেরে ব্যবধান দ্বিগুণ করেন আশরাফ হাকিমি। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ৪৭ ও ৫৪তম মিনিটে গোল দুটি করেন এই ফরাসি তারকা। আত্মঘাতী গোল পেয়ে ব্যবধান ৫-০ করে স্বাগতিকরা। কিছুক্ষণ বাদে দুই দলই পরিণত হয় ১০ জনে। লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন পিএসজির আশরাফ হাকিমি ও আজাকসিওর থমাস মানগানি। এই জয়ে লিগ ওয়ানের শিরোপার আরো কাছে চলে গেল পিএসজি। ৩৫ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লেন্স। ২৩ পয়েন্ট নিয়ে আজাকসিও আছে ১৮তম স্থানে।
আরও পড়ুন
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি
সাকিব-হেলসসহ যে তারকারা পিএসএলে অবিক্রিত